শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

ঝালকাঠিতে বাস খাদে পড়ে প্রাণ গেল ৯ জনের

ঝালকাঠির রাজাপুর উপজেলায় খুলনা-বরিশাল মহাসড়কের বিশ্বাসবাড়িতে ব্রিজের রেলিং ভেঙ্গে রূপম পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবুল খায়ের রাসেল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর এক নারীসহ নয়জনের মৃত্যু হয়।
৯জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনায় বাসটি উদ্ধারের কাজ চলছে। বাসটি উদ্ধারের পর জানা যাবে কতজনের মৃত্যু হয়েছে। তবে বাসটিতে যাত্রী আটকে পড়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করেনwww.24banglanewspaper.com

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings