একইস্থানে
বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে
অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ
না দেয়া পর্যন্ত গাজীপুরে সভা সমাবেশ বন্ধ থাককে। আইনশৃংখলা পরিস্থিতির
অবনতির আশংকায় প্রশাসনের পক্ষ থেকে এ আদেশ জারি করা হয়।
প্রসঙ্গত,
২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে বিএনপি চেয়ারপার্সনের
সমাবেশ করার কথা ছিল। এ সমাবেশ প্রতিহত করতে বৃহস্পতিবার একই স্থানে পাল্টা
সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ।অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। বেলা
দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুরের ভাওয়াল বদরে আলম
কলেজ মাঠসহ পুরো গাজীপুর জেলায় এ আদেশ বলবৎ থাকবে।এ
ব্যাপারে গাজীপুর জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, শুক্রবার বেলা
২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গাজীপুর জেলায় সব ধরনের
সভা-সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে।হারুনুর রশিদ বলেন, যেহেতু তারা ঐকমত্যে পৌঁছাতে পারেন নাই, সেহেতু আমরা কাউকেই (ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে) অ্যালাউ করছি না।কলেজ
মাঠ ছাড়া অন্য কোথাও জনসভা করতে চাইলে অনুমিত দেওয়া হবে কিনা এমন প্রশ্নের
জবাবে তিনি বলেন, গাজীপুরের কোনো জায়গায়ই সমাবেশ করতে দেয়া হবে না।এ
ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা এমএ মান্নান বলেন,
জনসভা বাস্তবায়নে আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলছে। ১৪৪ ধারা জারির বিষয়ে
(বিকাল ৪টা পর্যন্ত) এখনো কোন নোটিশ দেয়া হয়নি। টিভি ব্রেকিংয়ে আমরা জানতে
পেরেছি। তিনি জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের যে কোন সিদ্ধান্ত
বাস্তবায়নে প্রস্তুত গাজীপুরের বিএনপি নেতাকর্মীরা।শুক্রবার সকাল থেকেই বদলে আলম কলেজ মাঠসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।www.24banglanewspaper.com