’মরিতে
চাহিনা আমি সুন্দর ভুবনে’ কবি গুরুর এই কালজয়ী অমৃত কাব্য চরণটি বরাবরের
ন্যায় আবারও পরাজিত হল হাছান-জান্নাতের ব্যর্থ প্রেমের আত্মহুতিতে । তারা
প্রমাণ করল প্রেমিক-প্রেমিকেরা অন্য ভুবনের বাসিন্দা। মায়ের মমতা, বাবার
শাসন, বোনের আদর, পরিবারের স্বপ্ন, ব›ধুর ভালবাসা, সামাজিক বন্ধন সবকিছু
তুচ্ছজ্ঞান হল হাছান জান্নাত, রমজান-সূখীর প্রেমের কাছে।
চট্টগ্রামের রাউজানে এক বছর চারদিনের ব্যবধানে আবারো প্রেমিকার উড়নায় এক প্রেমিক যুগল ফাঁিসতে ঝুলে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৬টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের সন্দ্বিপ পাড়া এলাকায় বৈষম্যমূলক সামাজিক ব্যবস্থা ছিন্ন করে নিরিবিলি পাহাড়ারের গহিন অরণ্যে গিয়ে এ প্রেমিক যুগল কাঠাল গাছের ডালে ঝুলে আত্মহুতি দেয়।
বশে কয়েকজন প্রতক্ষ্যদর্শীরা জানান, আত্মহুতি দেওয়া প্রেমিক যুগলের পরণে ছিল গত ঈদের নতুন পোশাক। পুলিশ ও স্থানীয় লোকজন এদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাহাড়ের চূঁড়ায় কাঠাল গাছ থেকে তাদের লাশ উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। এসময় পুরো এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শাহীদুল্লাহ কাজী পাড়ার ওমান প্রবাসি ফেরদৌস আলমের ছেলে হাসানের (২৪) সাথে পার্শ্ববর্তি সন্দ্বিপ পাড়া এলাকায় বসবাসকারী বরিশাল জেলার বাসিন্দা দিনমজুর কামাল মিস্ত্রির কন্যা জান্নাত আরা(১৫) প্রেমের সর্ম্পক চলছিল র্দীঘ ১ বছর ধরে। এর মধ্যে হাসান কয়েকদফায় নিজের পরিবারকে প্রেমের সর্ম্পকের কথা জানায়। কিন্তু দিনমজুরের মেয়ে হওয়ায় জান্নাত আরাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল হাসানের ্ওমান প্রবাসি বাবা ফেরদৌস। এই ক্ষোভ থেকেই হাছান-জান্নাত আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।। হাসানরা ২ ভাই ২ বোন। সে ভাইয়ের মধ্যে সবার বড়। জান্নাতরা দুই ভাই এক বোন।
এদিকে গত কয়েকদিন আগেও হাসান তার পরিবারে জানায়, ”জান্নাতকে না পেলে আমার পরিবারের এত ধন সম্পদ দিয়ে আমি কি করব। লাগবেনা আমার বাবার এই সম্পদ।”
একটি সূত্র থেকে জানা যায়, হাছানের পরিবারের অনুরোধে এলাকার কয়েকজন জন্নাতের পরিবারে গিয়ে জান্নাতকে অন্যত্র বিয়ে দিতে না হয় এলাকা ছেড়ে চলে যেতে চাপ সৃষ্টি করে।
আত্মহুতি দেওয়া হাসানের চাচাতো ভাই নুরুল আসাদ রিমন বলেন, আজ দুপুর দেড়টার দিক্ওে আমরা একসাথে বসে ট্রামকার্ড খেলেছি। তখনও হাসান স্বাভাবিক ছিল। বিকেলে সে এমন একটা কাজ করবে তা বুঝতেও পারিনি। তবে হাসান দুপুরে মিজান নামের এক ছোটভাইকে বলেছিল আয় তোকে একটা কিস (চুম)করি। কাল হয়তো আর থাকবান এই পৃথিবীতে। কিন্তু এ কথা বলার কয়েকঘন্টা পরেই খবর পায় হানান এবং প্রেমিকা ফেরদৌসের লাশ পাহাড়ের কাঠাল গাছে ঝুলছে।
হাসানের আরেক চাচাতো ভাই মঞ্জুর বলেন, হাসান গত তিন বছর আগে এসএসসি পাশ করে বাবার সিন্ধান্তে আবুধাবী পাড়ি জমায়। সেখানে ভিসা সংক্রন্ত জটিলতায় সে গত বছর দেশে ফিরে আসে। এরপর এখানে মাঝে মাঝে ইলেক্ট্রিকের কাজ করতো। মঞ্জুর আরো জানায়, হাসান আজ মঙ্গলবার বেলা ২টায় বাসায় ভাত খেয়ে র্দীঘক্ষণ রুমে শুয়ে এম্পি ফোরে গান শুনে। পরে ৩টার দিকে একটি টেলিফোন আসলে সে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় তাদের আত্মহত্যার খবর পায়।
- See more at: http://www.bd24live.com/article/6300/index.html#sthash.ASCcm1wI.dpuf http://24banglapaper.blogspot.com/
চট্টগ্রামের রাউজানে এক বছর চারদিনের ব্যবধানে আবারো প্রেমিকার উড়নায় এক প্রেমিক যুগল ফাঁিসতে ঝুলে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ৬টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের সন্দ্বিপ পাড়া এলাকায় বৈষম্যমূলক সামাজিক ব্যবস্থা ছিন্ন করে নিরিবিলি পাহাড়ারের গহিন অরণ্যে গিয়ে এ প্রেমিক যুগল কাঠাল গাছের ডালে ঝুলে আত্মহুতি দেয়।
বশে কয়েকজন প্রতক্ষ্যদর্শীরা জানান, আত্মহুতি দেওয়া প্রেমিক যুগলের পরণে ছিল গত ঈদের নতুন পোশাক। পুলিশ ও স্থানীয় লোকজন এদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাহাড়ের চূঁড়ায় কাঠাল গাছ থেকে তাদের লাশ উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। এসময় পুরো এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
স্থানীয় লোকজন জানান, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শাহীদুল্লাহ কাজী পাড়ার ওমান প্রবাসি ফেরদৌস আলমের ছেলে হাসানের (২৪) সাথে পার্শ্ববর্তি সন্দ্বিপ পাড়া এলাকায় বসবাসকারী বরিশাল জেলার বাসিন্দা দিনমজুর কামাল মিস্ত্রির কন্যা জান্নাত আরা(১৫) প্রেমের সর্ম্পক চলছিল র্দীঘ ১ বছর ধরে। এর মধ্যে হাসান কয়েকদফায় নিজের পরিবারকে প্রেমের সর্ম্পকের কথা জানায়। কিন্তু দিনমজুরের মেয়ে হওয়ায় জান্নাত আরাকে ঘরে তুলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল হাসানের ্ওমান প্রবাসি বাবা ফেরদৌস। এই ক্ষোভ থেকেই হাছান-জান্নাত আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।। হাসানরা ২ ভাই ২ বোন। সে ভাইয়ের মধ্যে সবার বড়। জান্নাতরা দুই ভাই এক বোন।
এদিকে গত কয়েকদিন আগেও হাসান তার পরিবারে জানায়, ”জান্নাতকে না পেলে আমার পরিবারের এত ধন সম্পদ দিয়ে আমি কি করব। লাগবেনা আমার বাবার এই সম্পদ।”
একটি সূত্র থেকে জানা যায়, হাছানের পরিবারের অনুরোধে এলাকার কয়েকজন জন্নাতের পরিবারে গিয়ে জান্নাতকে অন্যত্র বিয়ে দিতে না হয় এলাকা ছেড়ে চলে যেতে চাপ সৃষ্টি করে।
আত্মহুতি দেওয়া হাসানের চাচাতো ভাই নুরুল আসাদ রিমন বলেন, আজ দুপুর দেড়টার দিক্ওে আমরা একসাথে বসে ট্রামকার্ড খেলেছি। তখনও হাসান স্বাভাবিক ছিল। বিকেলে সে এমন একটা কাজ করবে তা বুঝতেও পারিনি। তবে হাসান দুপুরে মিজান নামের এক ছোটভাইকে বলেছিল আয় তোকে একটা কিস (চুম)করি। কাল হয়তো আর থাকবান এই পৃথিবীতে। কিন্তু এ কথা বলার কয়েকঘন্টা পরেই খবর পায় হানান এবং প্রেমিকা ফেরদৌসের লাশ পাহাড়ের কাঠাল গাছে ঝুলছে।
হাসানের আরেক চাচাতো ভাই মঞ্জুর বলেন, হাসান গত তিন বছর আগে এসএসসি পাশ করে বাবার সিন্ধান্তে আবুধাবী পাড়ি জমায়। সেখানে ভিসা সংক্রন্ত জটিলতায় সে গত বছর দেশে ফিরে আসে। এরপর এখানে মাঝে মাঝে ইলেক্ট্রিকের কাজ করতো। মঞ্জুর আরো জানায়, হাসান আজ মঙ্গলবার বেলা ২টায় বাসায় ভাত খেয়ে র্দীঘক্ষণ রুমে শুয়ে এম্পি ফোরে গান শুনে। পরে ৩টার দিকে একটি টেলিফোন আসলে সে বাসা থেকে বের হয়। সন্ধ্যায় তাদের আত্মহত্যার খবর পায়।
- See more at: http://www.bd24live.com/article/6300/index.html#sthash.ASCcm1wI.dpuf http://24banglapaper.blogspot.com/