নতুন বছরের প্রথম দিন জামায়াতে ইসলামীর ডাকা টানা দ্বিতীয় দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধ মামলায় দলটির সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায়ের প্রতিক্রিয়ায় গত বছরের শেষ দিন বুধবারও সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি। গত মঙ্গলবার রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দুই দিনের এ হরতালে ডাক দেন।।বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করে তোলার জন্য জামায়াতের সকল শাখা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণী-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আহবান জানান তিনি।এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিব মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব-পুলিশের টহলটিম সতর্ক প্রহরায় রয়েছে।দ্বিতীয় দিনে হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলায় মিছিল, সড়কে অগ্নিসংযোগ ও অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির কর্মীরা।রাজধানীর গাবতলীতে বাসে পেট্রোল বোমা ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। যাত্রাবাড়ি. মগবাজার, রামপুরায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত কর্মীরা।হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় কম। তবে ব্যক্তিগত গাড়ি চলাচল তেমন নেই। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে ঢাকায় দূরপাল্লার কোন যান ঢাকায় প্রবেশ করেনি। ট্রেন ও লঞ্চ চলাচল করলেও যাত্রী সংকটের কারণে এ যানগুলোর নির্ধারিত সময়ের পরে ছেড়ে যাচ্ছে।রাজশাহী, রংপুর, সিলেট, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, নাটোর, চাঁপাইনবাগঞ্জ, নওগাসহ বিভিন্ন জেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত।রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল বের করলে জামায়াত-শিবির নেতাকর্মীদের রাবার বুলেট ও ফাঁকা গুলি করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা।এদিকে সিলেটে আজও পুলিশের সাথে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটে।আমাদের প্রতিনিধিরা জানায়, আন্তঃজেলা ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে আভ্যন্তরীণ সড়ক গুলোতে কিছু হালকা যান চলাচল করছে। কিছু দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খুললেও বেশীর ভাগ বন্ধ রয়েছে।www.24banglanewspaper.com
জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে
নতুন বছরের প্রথম দিন জামায়াতে ইসলামীর ডাকা টানা দ্বিতীয় দিনের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধ মামলায় দলটির সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায়ের প্রতিক্রিয়ায় গত বছরের শেষ দিন বুধবারও সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি। গত মঙ্গলবার রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দুই দিনের এ হরতালে ডাক দেন।।বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করে তোলার জন্য জামায়াতের সকল শাখা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণী-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আহবান জানান তিনি।এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিব মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাব-পুলিশের টহলটিম সতর্ক প্রহরায় রয়েছে।দ্বিতীয় দিনে হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলায় মিছিল, সড়কে অগ্নিসংযোগ ও অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াত-শিবির কর্মীরা।রাজধানীর গাবতলীতে বাসে পেট্রোল বোমা ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। যাত্রাবাড়ি. মগবাজার, রামপুরায় হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত কর্মীরা।হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল করলেও অন্যান্য দিনের তুলনায় কম। তবে ব্যক্তিগত গাড়ি চলাচল তেমন নেই। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে ঢাকায় দূরপাল্লার কোন যান ঢাকায় প্রবেশ করেনি। ট্রেন ও লঞ্চ চলাচল করলেও যাত্রী সংকটের কারণে এ যানগুলোর নির্ধারিত সময়ের পরে ছেড়ে যাচ্ছে।রাজশাহী, রংপুর, সিলেট, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, নাটোর, চাঁপাইনবাগঞ্জ, নওগাসহ বিভিন্ন জেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত।রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল বের করলে জামায়াত-শিবির নেতাকর্মীদের রাবার বুলেট ও ফাঁকা গুলি করে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে হরতাল সমর্থকরা।এদিকে সিলেটে আজও পুলিশের সাথে জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটে।আমাদের প্রতিনিধিরা জানায়, আন্তঃজেলা ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে আভ্যন্তরীণ সড়ক গুলোতে কিছু হালকা যান চলাচল করছে। কিছু দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খুললেও বেশীর ভাগ বন্ধ রয়েছে।www.24banglanewspaper.com