শিরোনাম
Loading...

news review 1

reveunis 2

Phone-Video

মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪

রাজধানীর সবুজবাগে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে দেড় বছর ধরে ধর্ষণ

ঢাকা, ১৮ নভেম্বর- এবার ব্ল্যাকমেইল করে টানা দেড় বছরের বেশি সময় ধরে এক ছাত্রীকে ধর্ষণ করে এক শিক্ষক। মনিরুজ্জামান মনির নামে ওই শিক্ষক সবুজবাগ থানাধীন বাসাবো রাজারবাগ কালীবাড়ির অভয় বিনোদনী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন বলে জানা শিক্ষক একা নয়, তার বন্ধু ফায়ার সার্ভিসের কর্মকর্তা দুলালকেও সঙ্গে নিয়ে ধর্ষণ করা হয় ছাত্রীকে। দীর্ঘ নির্যাতন-নিপীড়নে মানসিকভাবে ভেঙে পড়েছে ওই ছাত্রী ও তার পরিবার।
www.24banglanewspaper.com
 মেয়ের এই অবস্থা দেখে অসহায় দরিদ্র পরিবারটি এখন চোখেমুখে অন্ধকার দেখছে। লম্পট শিক্ষককে পুলিশ গ্রেফতার করে ৩ দিনের রিমান্ডে নিয়েছে। রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রীকে ধর্ষণ ও তার গর্ভপাত করানোর কথা স্বীকার করেছে সে। বাসাবো রাজারবাগ এলাকায় ছোট্ট একটি টিনশেড বাসায় থাকে ওই ছাত্রী ও তার পরিবার। ছাত্রীটি এবার এসএসসি পরীক্ষার্থী। যে ছাত্রীর এখন দিনরাত ব্যস্ত থাকার কথা লেখাপড়া নিয়ে সেই ছাত্রী এখন লম্পট শিক্ষকের হাতে নিগ্রহের শিকার হয়ে শুধুই কাঁদছে। নিরাপত্তাহীনতার আশংকায় বাড়ির সামনে ও আশপাশে পুলিশের পাহারা বসানো হয়েছে। আতংক, ক্ষোভ, দুঃখ, হতাশা আর কষ্টে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছাত্রীর বাবা। একমাত্র ভাইও লজ্জা, ক্ষোভ ও আতংকে বাসার বাইরে যেতে চান না। আসামিরা প্রভাবশালীদের মাধ্যমে মামলা তুলে নেয়া ও বিষয়টি মীমাংসা করার জন্য নানাভাবে চাপ দিচ্ছে রাজধানীর সবুজবাগে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে দেড় বছর ধরে ধর্ষণ

Related Post:

  • 0Blogger Comment
  • Facebook Comment

pop Earnings